Header Ads

ওমানে মহামারী করোনা ভাইরাসের কারণে প্রবাসীদের কষ্ট গুলো তুলে ধরলাম



ওমানে বসবাসরত হাজার হাজার বাংলাদেশী প্রবাসী আজ কর্মহীন হয়ে বাসায় বসে আছে! খুব কষ্ট হলেও বাধ্য হয়ে বাসায় বসে থাকা ছাড়া আর কোন উপায় নাই! কারো কোন কাজ নাই, পেটে ভাত নাই, পকেটে টাকা নাই, অনেকের রুম ভাড়া নাই, টাকা নাই তাই মা বাবার পেটে আহার নাই এজন্য তারাও দেশ থেকে কল দিতেছে কিন্তু পেট তো মানে না কোন ভাইরাস আর এই পেটের দায়ে কাজ করতে হবে কিন্তু সেই কাজটাও আজ বন্ধ! দেশে থাকা মানুষ গুলো আমাদের দিকে তাকিয়ে থাকে আমার বাপ'জান টা কবে টাকা দিবো কিন্তু কাজ তো নাই তাহলে সেই টাকা টা কোথায় থেকে দিবে! এক ভাইরাসে আজ সকল মানুষ কে বন্দি করে রেখেছে ঠিক প্রবাসী নামক যোদ্ধা গুলোও আজ বেকার হয়ে বাসায় চার দেওয়ালের ভিতর বন্দি হয়ে বসে আছে! আমরা যারা প্রবাসে থাকি তাদের কাছে সকাল বিকাল সব এক কিন্তু আমার প্রবাসী ভাই গুলো আজ না খেয়ে ঘরে বসে আছে! অনেকে আছে দিনের কাজ দিনে করে পেটে ভাত দেয় এরকম প্রবাসীও অনেক আছে কিন্তু ভাই এরা আজ খুব কষ্টে আছে তাদের কে একটু সহায়তা করার মতো কোন ব্যবসায়ীকেও ওমানে খুঁজে পাওয়া যাচ্ছে না! ওমানে বাংলাদেশী ব্যবসায়ী অনেক আছে যাদের কাছে টাকার পাহাড থাকলেও তারা আজ বউ পোলা নিয়ে মার্কেট থেকে ভালো ভালো বাজার করে এনে ভালো করে রান্না করে আনন্দ করে খাচ্ছে কিন্তু আমার প্রবাসী ভাই গুলো তো উপোস হয়ে চার দেওয়ালে বন্দি হয়ে আছে তাদের কে এক বেলা ভাত দেওয়ার মতো কোন ব্যবসায়ীও আজ চোখে দেখতেছি না! খুব কষ্ট হই এসব দেখে কিন্তু আমার তো ভাই এত সামার্থ নাই তাই তোমাদের কে এক বেলা ভাত দেওয়ার মতো ক্ষমতা আমার নাই তাও আমি লজ্জিত যাদের ব্যাংক ভর্তি টাকা আছে তাদের কান্ডকর্ম গুলো দেখে! আমার যদি এত টাকা থাকতো তাহলে আমি নিজ থেকে এগিয়ে আসতাম কিন্তু আমি নিজেও একজন চাকরীজীবি মানুষ কিন্তু আমি কোম্পানি থেকে যে বেতন পাই তা দিয়ে তোমাদের কে এক বেলা খাওয়ানোর মতো সেই সামার্থ টা নাই তাই মাফ করিও প্রবাসী যোদ্ধারা! ভাই তোমরা না খেয়ে আছো এসব আমি দেখতেছি আর ফিল করতেছি কিন্তু ব্যবসায়ীরা তো এসব দেখেও দেখতেছে না! এজন্য এরা সবাই চুপ হয়ে আছে কিন্তু ওদের মতো আমিও চুপ হয়ে আছি কিন্তু আমার তো তোমাদের কে দেওয়ার মতো তেমন টাকাও নাই! আজ খোদা যদি আমাকে টাকা দিতো তাহলে আমি সবার আগে এগিয়ে আসতাম কিন্তু আপসোস হই তেমন কোন পজিশনে তো আমি নাই ভাই! আজ দেখলাম একজন অসহায় প্রবাসী ভাই তার আইডিতে ছোট করে পোস্ট দিলো "ভাই আমরা না খেয়ে আছি, আমাদের কে কেউ কিছু দিতেছে না" কিন্তু আমি সেই পোস্ট টা পডে খুব খারাপ লেগেছে তাও চুপ করে পোস্ট টা দেখে চলে আসছি! 

জানি ভাই তোমাদের তো কাজ নাই তাই পকেটে টাকা নামক কাগজটাও নাই! ওমান কে বলা হই ২য় বাংলাদেশ কিন্তু ২য় বাংলাদেশের মানুষ গুলোও ১ম বাংলাদেশের মানুষ গুলোর মতো হিংসুক আর লোভী! যার পেটে ভাত নাই শুধু সে বুঝে ক্ষিধার কষ্ট টা আসলে কতই যন্ত্রনার! আমি ঘৃণ্য করি ঐসব বড লোক কে যাদের আজ টাকা থাকার পরেও ঘরে বসে আছে তাদের মতো বড লোক কে আমি হিংসাও করি! আমি জানি আমার আইডিতে অনেক বাংলাদেশী ব্যবসায়ী এড আছেন আমি তাদের একটা কথা বলবো ভাই আপনারা বউ বাচ্চা নিয়ে খুব সুখে বাসায় বসে পার্টি দিয়ে মজা করে খাচ্ছেন কিন্তু আপনি কি জানেন আপনার আশেপাশের অসহায় প্রবাসী ভাই গুলো না খেয়ে ঘরে বসে আছে তাদের কাছে গিয়ে সামান্য কাচা বাজার যদি করে দিতেন আজ তারা বন্দি জীবনটাও খুব সুন্দর করে কাটাতে পারতো কিন্তু ভাই আপনি ব্যবসায়ী তো খুব লোভী কারণ আপনাদের যদি টাকা কমে যায় তাহলে তো বাংলাদেশ ব্যাংক টা খালি হয়ে যাবে! আজ করোনায় আক্রান্ত হয়ে যদি আপনি ব্যবসায়ী মরে যান তাহলে কাল আপনার পরিবার কবরে যাবে না কিন্তু আপনি যে গরীব আর কিছু অসহায় মানুষ কে আহার দিছেন সেটা সাওয়াব হয়ে আপনার কবর কে আলোকিত করবে! ভাই আপনি ব্যবসায়ী কে বলতেছি কোনদিন তো প্রবাসীরা তো আপনার কাছে খাবার চাই নাই কিন্তু আজ বিপদে পডে অসহায় হয়ে আপনাদের কে ডাকতেছে পারলে একটু সাড়া দিয়ে তাদের পাশে এসে দাডান! আমার তো নাই তাই চেষ্টা করলেও পারবো না তাও আমি তাদের কষ্ট গুলো আপনাদের সামনে তুলে ধরছি! ব্যবসায়ী ভাইদের কে হাত জোড়🙏করে বলতেছি দয়া করে ক্ষুধার্থ মানুষ গুলোর পাশে এসে কিছু কাঁচা বাজার করে দেন যাতে তারা পেট কে একটু শান্তিতে রাখতে পারে মতো! ভাই আমি তো বন্দি হয়েও তিন বেলা ভাত খেতে পারতেছি এজন্য আমার কোনই চিন্তা নাই কিন্তু অনেক প্রবাসী আছে যারা লজ্জায়ও বলতে পারতেছে না তাই আমি তাদের পক্ষ হয়ে বলতেছি আপনারা এগিয়ে আসুন আর না খেয়ে রুমে বন্দি থাকা মানুষ গুলো কে সহায়তার হাত বাড়িয়ে দিন! আজ পোস্ট টা দেখার পর বুঝলাম আসলে ওমানে অনেক প্রবাসী না খেয়ে আছে তাদের কে কিছু সহায়তা করে আসেন!
সবাই পোস্ট টা শেয়ার করে দিবেন যাতে কোন দয়ালু ব্যবসায়ীর চোখে পরে....???

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.